পৃষ্ঠাসমূহ

মানুষ

মানুষ মরছে

মানুষই মারছে;

মানুষ হাসছে

মানুষই কাঁদছে;

মানুষ, কে তুমি? চাও কি?

স্বঘাতী

হায়নারা তারা-

আসছে এগিয়ে-

বীভৎস ভাবে খুন করবে আমায়;

আকাশ হতে ফ্যাঁকাসে রঙের বৃষ্টি-

অল্প ক্ষণেই চারধার রূপ নিল

দুঃখিনীর কালো চুলের মতো ঘন আঁধারে;

তাদের আমি চিনিনি কোনদিন

অস্পষ্ট-ক্রোধান্বিত-নির্দয়

শুধু জানি-

সন্ধ্যার দুয়ারে শঙ্কা কড়া নাড়লে

তারা আমায় ছাড়েনি কোনদিন;

আমি দৌড়ে পালাই- প্রান্তর হতে প্রান্তর

বড়াল হতে প্রশান্তে,

দৌড়ে পালাই রাফাহ হতে বার্লিন প্রাচীরে।

অদেখা অসীমের পথ চলতে চলতে

হঠাৎ বোধ করি- 

ফের যেন ফিরে এলাম সেই একই শুন্যস্থানে;

সম্মুখে হায়নার দল-

তাদের আমি চিনিনি কোনদিন

পিপাসু-লোভী-বীভৎস তবু

ভ্রাম্যমান জীবন কালের এ বিস্ময় প্রহরে

তাদের হুবুহু আমার মতো দেখাচ্ছে।

জীবন দর্শন

আমরা জীবনে প্রতিনিয়তই ভুল করি। শৈশব থেকে বয়স্ক কাল অব্দি। প্রতিটা ভুল আমাদের আগামী সমস্যার একটা করে সমাধান দিয়ে যায়,যখন সেই সমস্যা টা আমরা পাশ কাটিয়ে উঠি। আমরা যদি জীবনের সেই ভুল থেকে শিক্ষা নিয়ে থাকি,তাহলে পরবর্তী জীবনের সমস্যার সমাধান আমরা উত্তেজিত না হয়ে নিজেই নিজের সমস্যার সমাধান বের করতে পারবো। এতে করে আমাদের নিজদের আত্মবিশ্বাস ও বৃদ্ধি পাবে।