পৃষ্ঠাসমূহ

স্বঘাতী

হায়নারা তারা-

আসছে এগিয়ে-

বীভৎস ভাবে খুন করবে আমায়;

আকাশ হতে ফ্যাঁকাসে রঙের বৃষ্টি-

অল্প ক্ষণেই চারধার রূপ নিল

দুঃখিনীর কালো চুলের মতো ঘন আঁধারে;

তাদের আমি চিনিনি কোনদিন

অস্পষ্ট-ক্রোধান্বিত-নির্দয়

শুধু জানি-

সন্ধ্যার দুয়ারে শঙ্কা কড়া নাড়লে

তারা আমায় ছাড়েনি কোনদিন;

আমি দৌড়ে পালাই- প্রান্তর হতে প্রান্তর

বড়াল হতে প্রশান্তে,

দৌড়ে পালাই রাফাহ হতে বার্লিন প্রাচীরে।

অদেখা অসীমের পথ চলতে চলতে

হঠাৎ বোধ করি- 

ফের যেন ফিরে এলাম সেই একই শুন্যস্থানে;

সম্মুখে হায়নার দল-

তাদের আমি চিনিনি কোনদিন

পিপাসু-লোভী-বীভৎস তবু

ভ্রাম্যমান জীবন কালের এ বিস্ময় প্রহরে

তাদের হুবুহু আমার মতো দেখাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন